বাংলাদেশ তাত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ বাংলাদেশ তাত বোর্ডের রাজস্ব খাতভুক্ত ০১টি ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এবং ০৩টি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রের জন্য নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে এ পূরণকৃত আবেদনপত্র (সনদপত্র বা অন্য কোন দলিলাদি সংযুক্ত করতে হবে না) আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতিত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। Tat Board Job Circular 2022
বাংলাদেশ তাত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের বিবরণ
পদের নামঃ অধ্যক্ষ
বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০
পদসংখ্যাঃ ০১
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্শীল পদে কমপক্ষে ১২ বৎসরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রী অথবা ১৫ বৎসরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা।
আবেদনের শর্তাবলীঃ
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ
ক) বাংলাদেশ তত বোর্ডের গত ০১ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ তারিখের ২৪.০৫.০০০০.৫১১.১১.০০৪.১৯.৫৭৪ নং স্মারকমূলে গত ০৩ ডিসেম্বর ২০১৯ খ্রি তারিখে “দৈনিক ইস্তেফাক’ এবং “019 7981 9৮৭: পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪র্থ গ্রেডভুক্ত “অধ্যক্ষ পদে আবেদনকারীদের আবেদন বহাল থাকবে। তাদের পুনরায় উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই।
খ) আগামী ২৮.০৭.২০২২ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স অনুর্ধয ৪০ বৎসর (অধিকতর অভিজ্ঞতা / উচ্চতর ডিগ্রীধারীর ক্ষেত্রে ০২ বৎসর পর্যন্ত শিখিলযোগ্য)
গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাগত ছাড়পত্রের মুলকপি জমা দিতে হবে।
ঘ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তাতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
ঙ) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মুল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অনলাইন কপি সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযোজ্যক্ষেত্রে আবেদনকারী মুক্তিযোদ্ধার পুর্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত-কন্যার পুক্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদ্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
চ) লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তর প্রার্থীদের সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ-এর কপি, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃতদের সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সনদের কপি, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমানের প্রত্যয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র অনলাইন -এ আবেদনের প্রিন্ট কপি সত্যায়িত করে
বাংলাদেশ তীঁত বোর্ড, বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় প্রেরণ করতে হবে।
দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এ সংক্রান্ত নির্দেশনা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ছ) চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে।
অনলাইন -এ আবেদনপত্র পূরণের নিয়মাবলীঃ
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://bhb.teletalk.com.bd/apply.php ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৮ জুলাই ২০২২ সকাল ১০:০০টা।
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২১ আগস্ট ২০২২ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পরীক্ষার্থীগণ অনলাইন -এ আবেদনপত্র দাখিল এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
তাত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি – পরীক্ষার ফি
উল্লিখিত পদের জন্য প্রতি প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১,০০০/-(এক হাজার) টাকা টেলিটকের এর মাধ্যমে জমা প্রদান করতে হবে।
পরীক্ষার ফি প্রদান পদ্ধতি:
১. অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পুরণ করে তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০*প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ এপ্লিকেশন কপি দেখা যাবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 kb হতে হবে।
২. নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি USER ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন।
৩. যদি Application Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ (কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুলতথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি Application Copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Application Copy কপিতে একটি USER ID নম্বর দেয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমোক্ত পদ্ধতিতে যে কোন TALETALK নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নির্ধারিত ফি জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে SUBMIT করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: BHB <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS BHB <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
অনলাইনে আবেদন ফরম পুরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা (তারিখ ও সময়):
প্রবেশপত্র প্রিন্ট ও সংরক্ষণ:
উল্লিখিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে অনলাইন আবেদনে প্রার্থীর মোবাইল ফোন নম্বরে টেলিটক হতে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নিদের্শনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। SMS -এ প্রেরিত ID এবং PASSWORD ব্যবহার করে পরবর্তাতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক PRINT (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন।
প্রার্থীর প্রবেশপত্রটি সকল পরীক্ষায় (লিখিত ব্যবহারিক /মৌখিক) অংশগ্রহণের সময়ে প্রদর্শন করবেন।
অন্যান্য শর্তাবলী
- মুদ্রিত/হন্তলিখিত কোন প্রকার আবেদনপত্র বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
- লিখিত পরীক্ষা/ ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে)/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিও) প্রদান করা হবে না।
- বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চুড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।
- বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস-বৃদ্ধি, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
BHB Job Circular 2022 PDF Download
যোগাযোগ
Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোন অপারেটর থেকে 01500121121 নম্বরে কল করতে পারেন। এছাড়াও [email protected] ঠিকানায় মেইল পাঠাতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট: www.bhb.gov.bd
এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
Bangladesh Handloom Board job circular 2022
ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে বাংলাদেশ তাঁত বোর্ড চাকুরি প্রবিধানমালা প্রয়োজনবোধে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
যথাযথ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে তাত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। তাত বোর্ড নিয়োগ