Friday , March 17 2023

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড – সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ http sgfl teletalk com bd এবং www.sgfl.org.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩১ জুলাই ২০২২ তারিখে, সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ১১ টি পদে ৫৬ জন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ০৬ সেপ্টেম্বর ২০২২। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড চাকরিতে আগ্রহী প্রার্থীদের sgfl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আসুন জেনে নেই Sylhet Gas Field Job Circular 2022 অনলাইনে আবেদনপত্র পূরণের প্রক্রিয়া এবং চাকরির পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য

এসজিএফএল  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্বর্নিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

এক নজরে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

  • সংস্থা: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (SGFL)
  • পদঃ ১১ টি
  • শূন্যপদ: ৫৬ টি
  • কাজের ধরন: ফুল টাইম
  • অবস্থানঃ বাংলাদেশের যে কোন স্থানে
  • বেতন: নীচে দেখুন
  • আবেদন ফি: BDT।১১২/-
  • অনলাইন আবেদন শুরু: ০৭ আগস্ট ২০২২
  • আবেদনের শেষ তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২২
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.sgfl.org.bd

শূন্যপদ সম্পর্কিত তথ্য

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সমস্ত তথ্য নীচে দেওয়া হল- 

 ১. পদের নাম: জুনিয়র জেনারেটর অপারেটর

  • পদ সংখ্যা: 06
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

২. পদের নাম: জুনিয়র প্ল্যান্ট অপারেটর

  • পদ সংখ্যা: ১৬
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

৩. পদের নাম: জুনিয়র ইন্সট্রুমেন্ট মেকানিক

  • পদ সংখ্যা: ০৩
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

৪. পদের নাম: জুনিয়র ফিটার

  • পদ সংখ্যা: 04
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

 ৫. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান

  • পদ সংখ্যা: ০৫
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

৬. পদের নাম: জুনিয়র পাম্প অপারেটর

  • পদ সংখ্যা: 04
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

৭. পদের নাম: জুনিয়র লোডিং অপারেটর

  • পদ সংখ্যা: 06
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ আরও শূন্যপদ উল্লেখ করা হয়েছে

৮. পদের নাম: জুনিয়র প্লাম্বার

  • পদ সংখ্যা: ০৩
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

৯. পদের নাম: জুনিয়র কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০১
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

১০. পদের নাম: জুনিয়র সিকিউরিটি হাবিলদার

  • পদ সংখ্যা: ০৫ 
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

১১. পদের নাম: জুনিয়র স্টোর কিপার

  • পদ সংখ্যা: ০৩
  • বেতন স্কেল: BDT। ৯৩০০-২২৪৯০/-
  • গ্রেড: ১৬
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
  • অভিজ্ঞতা: ০১ বছর।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর।

আবেদনের সময়সীমা

  • অনলাইন -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭-০৮-২০২২ সকাল ১০.০০ ঘটিকা।
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৬-০৯-২০২২ বিকাল ০৫.০০ ঘটিকা। 

অনলাইন -এ আবেদনপত্র পূরণ এর নিয়মাবলী

  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ sgfl.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক আবেদনপত্র পূরণ করতে পারবেন।
  • অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘা ৩০০ & প্রস্থ ৩০০) ও স্মাক্ষর (দৈর্ঘ্য ৩০০ & প্রস্থ ৮০ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি  ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৮০ কেবি হতে হবে।
  • অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু  অনলাইন-এ আবেদনপত্র দাখিল করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  • প্রার্থী অনলাইন-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান 

  1. অনলাইন-এ আবেদনপত্র যথাযথভাবে পুরণ করে নির্দেশনামত ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে
  2. কম্পিউটারে ছবি সহ এপ্লিকেশন কপি দেখা যাবে। 
  3. নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি আবেদন কপি পাবেন। 
  4. উক্ত আবেদনের কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত কপিতে একটি USER ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্মোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১১২/- টাকা (পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা) অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। 
  5. এখানে বিশেষভাবে উল্লেখ্য, online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS : SGFL <space> User ID লিখে SEND করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS : SGFL <space> Yes <space> PIN লিখে SEND করতে হবে 16222 নম্বরে।  

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রবেশপত্র 

  1. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি sgfl.teletalk.com.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস -এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
  2. আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
  3. এসএমএস -এ প্রেরিত ইউজার আইডিএবং পাসওয়ার্ড ব্যবহার কারে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রাথী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নিবেন। 
  4. প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। 
  5. প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

প্রয়োজনীয় কাগজপত্র 

সকল তথ্যের স্বপক্ষে দলিলাদি/মূল সনদপত্র কমিটি/কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে এবং এর ০১ সেট। 

সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে :

১. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)-এর সকল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং এর সকল সত্যায়িত কপি (এক সেট) জমা দিতে হবে;

২. সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদণ্ত চারিত্রিক সনদ দাখিল করতে হবে;

৩. ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি করপোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখ পর্বক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

৪. জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদপত্র প্রার্থী কর্তৃক চাকুরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে)-এর মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৫. বিদেশী বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ভিশ্রীর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং “ও” লেভেল, “এ” লেভেলে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে বা শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৬. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে এবং এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

৭. অনলাইন -এ পূরণকৃত আবেদনপত্রের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে।

সকল সার্টিফিকেট/রেকর্ডপত্র সরকারি বা স্বায়স্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

জিপিএ/সিজিপিএ ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ/শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক জারীকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র অনুসরণ করা হবে।

আবেদনকারীর বয়স

  • আবেদনকারীর বয়স ০৬-০৯-২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বেত্রিশ) বছর। 
  • বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ-এ উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে। 
  • লেভেল এবং “এ” লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সম্বলিত দালিলিক প্রমান জমা দিতে হবে। এনআইডি কার্ড ও শিক্ষা সনদে জন্ম তারিখের ভিন্নতায় আবেদনপত্র বাতিল বলে গন্য হবে। 
  • বয়স সংক্রান্ত কোন এফিডেফিট গ্রহন যোগ্য নয়।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত/জারীকৃত সনদই কেবল মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুল সনদপত্র প্রদর্শন ও এর সত্যায়িত কপিসহ চাকুরিপ্রার্থী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুন্র-কন্যা এ মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পোরসভা/সিটি করপোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে৷ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট অফিস কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধি সংক্রান্ত সনদ জমা দিতে হবে৷
  • এ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান। নির্দেশনা ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য সর্বশেষ বিধিবিধান/ নির্দেশনা অনুসরণ করা হবে।
  • সরকারি/আধা-সরকারিস্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ পূর্বক নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
  • যে সকল প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিয়ে করেছেন অথবা বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • কোন একাডেমিক পরীক্ষার ফলাফল প্রত্যাশী প্রার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • বিবাহিত মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
  • একজন প্রার্থী ১টি মাত্র পদে আবেদন করতে পারবেন। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল হবে।
  • নিয়োগ প্যানেলের কার্যকারিতার মেয়াদ অনুমোদনের তারিখ হতে সর্বোচ্চ ১২ (বোর) মাস পর্যন্ত বহাল থাকবে৷ নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 
  • অসম্পূর্ণভুল তথ্য সম্বলিত/ওুটিপূর্ণ এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যুনতম যোগ্যতার সাথে যেমন-বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা ইত্যাদি যে কোন বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোন পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রার্থীর কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
  • নিয়োগের যে কোন পর্যায়ে অভিজ্ঞতার সনদ ত্ুটিপূর্ণ পাওয়া গেলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে৷
  • কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য/অভিজ্ঞতা সনদ মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • দেশের প্রত্যন্ত অঞ্চলে (এসজিএফএল এর অধিকারভুক্ত এলাকা) কাজ করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ বা অর্থ প্রদান করা হবে না।
  • এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে না।
  • কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ/বাতিল এবং এ নিয়োগ কার্যক্রম আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে৷ 

SGFL Job Circular 2022 

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Check Also

বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিডি পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.bdpost.gov.bd এবং pmgnc.teletalk.com.bd এ প্রকাশিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *