গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ডিএমটিসিএল। মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান Dhaka Metro rail project (DMTCL) -এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আপনি যদি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করুন ঢাকা ম্যাস ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট এর নিয়োগ বিজ্ঞপ্তিতে বা DMTCL Job Circular 2022।
ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 15 ক্যাটাগরি পদে 330 জনকে নিয়োগ প্রদান করা হবে।
এক নজরে ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- প্রতিষ্ঠানের নামঃ ডিএমটিসিএল / Dmtcl
- পদের নামঃ বিভিন্ন পদ
- পদ সংখ্যাঃ ৩৩০
- আবেদন ফিঃ ১০০০/- ও ৫০০/-
- আবেদন পদ্ধতিঃ অফলাইনে নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে
- আবেদন শুরুর তারিখঃ ০৬ অক্টোবর ২০২২
- আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২২
ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের তথ্য
১. পদের নামঃ সহকারী ব্যবস্থাপক রাজস্ব
- পদসংখ্যাঃ ০১
- কোম্পানির বেতন গ্রেডঃ০৯
- শিক্ষাগত যোগ্যতাঃ হিসাববিজ্ঞান অথবা ফিনান্স স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রী অথবা চার বছর মেয়াদি বিবিএ- তে হিসাববিজ্ঞান অথবা ফিনান্স মেজর এবং এমবিএ। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (আউট অফ ৪.০০)।
২. পদের নামঃ সহকারী ব্যবস্থাপক মার্কেটিং
- পদসংখ্যাঃ ০১
- কোম্পানির বেতন গ্রেডঃ ০৯
- শিক্ষাগত যোগ্যতাঃ মার্কেটিং অথবা ফিন্যান্সের স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএ-তে মার্কেটিং/ ফিনান্স মেজর এবং এমবিএ। উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.০০ (Out Of ৪.০০).
৩. পদের নামঃ রাজস্ব কর্মকর্তা
- পদসংখ্যাঃ ০২
- কোম্পানির বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ হিসাববিজ্ঞান অথবা ফিন্যান্স এ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএ তে হিসাববিজ্ঞান / ফিন্যান্স মেজর। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (আউট অফ ৪.০০)।
৪. পদের নামঃ মার্কেটিং অফিসার
- পদসংখ্যাঃ ০২
- কোম্পানির বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ মার্কেটিং অথবা ফিন্যান্স এ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি বিবিএ তে হিসাববিজ্ঞান / ফিন্যান্স মেজর। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (আউট অফ ৪.০০)।
৫. পদের নামঃ ট্রেন অপারেটর
- পদসংখ্যাঃ ২৯
- কোম্পানির বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ পদার্থবিদ্যা , রসায়ন ও গণিত সহ প্রথম বিভাগে স্নাতক অথবা সমপর্যায়ের সিজিপিএ। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (আউট অফ ৪.০০)।
৬. পদের নামঃ সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল
- পদসংখ্যাঃ ১৭
- কোম্পানির বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা সমমানের ডিগ্রী। ডিপ্লোমইয়্য 4.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে।
৭. পদের নামঃ সেকশন ইঞ্জিনিয়ার (সিগনালিং এন্ড টেলিকমিউনিকেশন)
- পদসংখ্যাঃ ১৯
- কোম্পানির বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি অথবা সমমানের ডিগ্রী। ডিপ্লোমায় 4.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে।
৮. পদের নামঃ সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রোলিং স্টক
- পদসংখ্যাঃ ০৪
- কোম্পানির বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি। ডিপ্লোমায় 4.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে।
৯. পদের নামঃ সেকশন ইঞ্জিনিয়ার মেকানিকাল ননস্টপ
- পদসংখ্যাঃ ১১
- কোম্পানির বেতন গ্রেডঃ ১০
- শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজি। ডিপ্লোমায় 4.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে।
১০. পদের নামঃ হিসাব রক্ষক
- পদসংখ্যাঃ ১
- কোম্পানির বেতন গ্রেডঃ ১৪
- শিক্ষাগত যোগ্যতাঃ হিসাববিজ্ঞান অথবা ফিনান্স অথবা ব্যবসায় প্রশাসনে অন্যতম স্নাতক ডিগ্রি। প্রথম শ্রেণী অথবা 4.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার বিষয়ে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
১১. পদের নামঃ সহকারী হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার
- পদসংখ্যাঃ ০৪
- কোম্পানির বেতন গ্রেডঃ ১৬
- শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। এইচএসসিতে 5.00 স্কেলে নূন্যতম জিপিএ 3.50 থাকতে হবে। এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার বিষয়ে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রার্থীকে বাংলায় 25 শব্দ ইংরেজিতে 30 শব্দ প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
১২. পদের নামঃ সেমি স্কিলড মেইন্টেইনার
- পদসংখ্যাঃ ৭৮
- কোম্পানির বেতন গ্রেডঃ ১৬
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স/ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেনেন্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং/ ইলেকট্রনিক্স কন্ট্রোল এন্ড টেলিকমিউনিকেশন/ অটোমোটিভ/ অটোমোবাইল/ বিল্ডিং মেইনটেন্যান্স কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন অথবা সমমানের ডিগ্রি এইচএসসি ভোকেশনাল 5.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে।
১৩. পদের নামঃ সহকারি স্টোর কিপার
- পদসংখ্যাঃ ০১
- কোম্পানির বেতন গ্রেডঃ ১৬
- শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে এইচএসসি ইন মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেনেন্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেনেন্স অথবা সমমানের ডিগ্রী।
১৪. পদের নামঃ টিকেট মেশিন অপারেটর
- পদসংখ্যাঃ ৮০
- কোম্পানির বেতন গ্রেডঃ ১৬
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি অথবা সমমান। এইচ এস সি সমমান পরীক্ষায় 5.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। এবং সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলা ইংরেজিতে দক্ষতা কোম্পানি কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে।
১৫. পদের নামঃ কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যাঃ ৮০
- কোম্পানির বেতন গ্রেডঃ ১৬
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি অথবা সমমান। এইচ এস সি সমমান পরীক্ষায় 5.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। এবং সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলা ইংরেজিতে দক্ষতা কোম্পানি কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে।
ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফরম-
প্রার্থীকে ডিএমটিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট- dmtcl.gov.bd থেকে আবেদন ফরমের নমুনা সংগ্রহ করে আবেদন দাখিল করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি DMTCL এর www.dmtcl.gov.bd; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর www.rthd.gov.bd এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর www.bangladesh.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনপত্রের সাথে যে সকল কাগজ সংযুক্ত করতে হবে-
আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবেঃ
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি;
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি;
- অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
উল্লেখ থাকে যে শিক্ষা ক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
www.dmtcl.gov.bd circular 2022 আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ডিএমটিসিএল এর অনুকূলে ক্রমিক নম্বর 1 থেকে 9 পর্যন্ত প্রার্থীদেরকে 1000 টাকা এবং ক্রমিক নম্বর 10 থেকে 15 পর্যন্ত প্রার্থীদের পাঁচশত টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট অফেরৎযোগ্য সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে করে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আরো দেখুন –
প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পদ্ধতি
আবেদনকারীর বয়স- Dhaka Metro rail project
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্র উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেফিট গ্রহণযোগ্য হবে না।
- প্রার্থীদের 25 শে মার্চ 2020 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
- মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 32 বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়স সীমা 30 বছর।
আবেদন পত্র প্রেরণ এর ঠিকানাঃ
আবেদনপত্র আগামী 31 শে অক্টোবর 2022 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস বা সরাসরি ব্যবস্থাপনা পরিচালক, ডিএমটিসিএল, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71 72 পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা 1000 – এই বরাবরে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে নিজ বর্তমান ঠিকানা স্পষ্ট ভাবে ফেরত খামের উপরে লিখে টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সাথে অবশ্যই প্রেরণ করতে হবে।
Metro Rail Job Circular 2022 – অন্যান্য শর্তাবলীঃ
- একজন প্রার্থীর কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।
- শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
- সরকারি/ আধা সরকারি// কোম্পানি/ প্রকল্পের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- খামের ওপর বামদিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি ৯ উল্লেখ করতে হবে।
- এই প্রকল্পে কর্মরত প্রার্থীদের একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে কর্মকালীন সময়ে প্রমান পত্র দাখিলের সময়সীমা শিথিলযোগ্য।
- আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
- লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।
- চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানীর নির্ধারিত চিকিৎসক প্রতিষ্ঠান দ্বারা স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল মূল সনদ ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
- আবেদনপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোম্পানির কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- কোন ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর যোগ্যতা বলে বিবেচিত হবে।
DMTCL Circular 2022



